ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে মীরসরাই উপজেলার বামনসুন্দর বাজারে গতকাল মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের অভিযানে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, অভিযানকালে অননুমোদিত কেমিক্যাল হাইড্রোজ, কাপড়ের রং ইত্যাদি বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় চৌধুরী ষ্টোরকে ৪ হাজার টাকা, হেলাল ষ্টোরকে ৪ হাজার টাকা, বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় সালেহা মেডিকেল হলকে ১০ হাজার টাকা এবং পঁচা–বাসি মিষ্টি, দই ইত্যাদি বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় জমজম সুইটসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।