কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা কৈয়ারবিল ইউনিয়নে নির্বাচনের চার বছর পর পুনঃভোট গণনা করে ৯৫ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জালাল আহমদ নামের এক বিএনপি নেতা। নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার রায়ের পর গতকাল বৃহস্পতিবার আদালতে ভোট গণনা করা হয়। গণনা শেষে বর্তমান চেয়ারম্যান আজমগীর মাতব্বরের চেয়ে ৯৫ ভোট বেশি পান বিএনপি নেতা জালাল আহমদ।
জালাল আহমদের আইনজীবী খালেদ আনোয়ার জানান, ২০২১ সালের ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনের ভোট গণনায় কেন্দ্রে ফলাফল কারচুপির অভিযোগ এনে কক্সবাজারের নির্বাচনী ট্রাইব্যুনালে পুনঃ ভোট গণনার আবেদন জানিয়ে মামলা করেন জালাল আহমদ। প্রথম দিকে বিবাদী আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজমগীর মাতব্বর আইনজীবী নিয়োগ করে মামলার লড়াইয়ে অংশ নেন। কিন্তু একটি পর্যায়ে এসে তিনি আর মামলা চালাননি। এর মধ্যে সাক্ষ্যগ্রহণসহ অন্যান্য কার্যক্রম শেষে ভোট গণনার আদেশ দেন আদালত। আদালতের ঘোষিত তারিখ মতে গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত কক্সবাজারের সিনিয়র সহকারী জজ (সদর) মৈত্রী ভট্টাচার্য্য এবং নির্বাচনী কর্মকর্তাদের উপস্থিতিতে ভোট গণনা করা হয়। গণনা শেষে ৯৫ ভোট পেয়ে এগিয়ে থাকেন জালাল আহমদ।
ভোট গণনা করতে দেরি হওয়ায় অন্যান্য কার্যক্রম একই দিন সম্পন্ন করা যায়। পরে রায়ের মাধ্যমে জালাল আহমদকে আনুষ্ঠানিক নির্বাচিত করবে আদালত– এমনটি জানান আইনজীবী।
এ ব্যাপারে বিএনপি নেতা জালাল আহমদ বলেন, ‘আমি চারবার ইউপি নির্বাচন করেছি। প্রথম দুইবার চেয়ারম্যান নির্বাচিত হলেও পরের দুইবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা জালিয়াতি করে আমার ফলাফল ছিনিয়ে নেন। মামলার মাধ্যমে অবশেষে সত্যের জয় প্রমাণিত হয়েছে। আদালতের মাধ্যমে আমি চেয়ারম্যানের চেয়ারে বসে দীর্ঘদিন অবহেলিত এলাকার উন্নয়নে হাত দেবো। অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে যাবো।’