৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বোয়ালখালী উপজেলা পরিষদ উপনির্বাচন

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গতকাল রোববার মোট ৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন আওয়ামীলীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রাজা, উপজেলা

 

আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক স্থানীয় টিটিসি চেয়ারম্যান ও সাবেক পৌর প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান, সাংবাদিক কাজী আয়েশা ফারজানা ও ইসলামী ফ্রন্ট হতে মোঃ জাহাঙ্গীর আলম। এর আগে আওয়ামী লীগের ৯ জন দলীয় ফরম সংগ্রহ করলে ও দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান

দেখিয়ে এদের কেউ ফরম জমা দেননি। আজ ২০ ফেব্রুুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার ও ১৬ মার্চ ভোট গ্রহণ হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হবে। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলায় ২ লাখ ১৬ হাজার ৮১৭ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ৯২ জন ও নারী ভোটার ১ লাখ ১ হাজার ৭২৫ জন।

প্রসঙ্গত, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম গত ২০ ডিসেম্বর মারা যান। ৪ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগের উপুসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক চিঠিতে পদটি শূন্য ঘোষণা করে উপনির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিলে গত ২৩ জানুয়ারি নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধনোটিশের পর দফায় দফায় তাগিদ, তবুও জুনিয়রদের হোস্টেল ছাড়ছেন না তারা
পরবর্তী নিবন্ধমনোনয়নপত্র জমা দিলেন সাত মেয়র প্রার্থীসহ ৫৭ জন