২০১৮ সালে চট্টগ্রাম চেম্বারের চুক্তি অনুযায়ী ৩ মাসের বকেয়া মজুরি পরিষদসহ ৪ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নগরীর সদরঘাটের চানবালি ঘাটের শ্রমিকরা। গতকাল শনিবার দুপুর ২টায় তারা এ কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে বকেয়া মজুরি সহ ৪ দফা দাবি পূরণ না হওয়ায় আজ রবিবার (২৫ আগস্ট) থেকে আমরণ অনশন ধর্মঘটের ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের ৪ দাবির মধ্যে রয়েছে–২০১৮ সালে চট্টগ্রাম চেম্বারের সাথে অনুষ্ঠিত চুক্তি অনুযায়ী মজুরি প্রদান, কর্মক্ষেত্রে আহত ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান, কর্মক্ষেত্রে কাজের সঠিক হিসাব শ্রমিকদের জানানে ও ভাত খোরাকি টাকা প্রদানের পর অবশিষ্ট টাকার হিসাব প্রতি মাসের ৫ তারিখের মধ্যেই পরিশোধ করা। ঘাটগুদাম শ্রমিক সংগ্রাম পরিষদের সাবেক আহব্বায়ক আলমগীর শরীফের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কবির হোসেন, হানিফ হাওলাদার, মো. বাহাদুর, মন্টু হাওলাদার, মোঃ মহারাজ, মো. খোকন, মো. আলামীন, জাফর ফকির, রবিউল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।