৪ ডিসেম্বর চট্টগ্রামে আওয়ামী লীগের জনসভা, আসছেন প্রধানমন্ত্রী

আজাদী অনলাইন | শুক্রবার , ২৮ অক্টোবর, ২০২২ at ৭:২১ অপরাহ্ণ

আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে। সেখানে সরাসরি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার বিকেলে গণভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমের কাছে সম্মেলনের এ তারিখের কথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার বিকেলে গণভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

আজকের বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের নির্দেশ দেন।

সম্মেলনে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হবে কি না—এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পরে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। ৪ ডিসেম্বর চট্টগ্রামে আওয়ামী লীগের যে জনসভা হবে, সেখানে সরাসরি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটির ব্যাপারে জানতে চাইলে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াকে নির্দেশনা দেওয়া আছে।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের সম্মেলন ২৪ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধফের সাগরে মাছ ধরা শুরু