৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কৃষি ব্যাংকের ৬ কোটি টাকা আত্মসাত মামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৮ পূর্বাহ্ণ

কৃষি ব্যাংকের ৬ কোটি ২৪ লাখ ১১ হাজার টাকা আত্মসাতের মামলায় মেসার্স সকো ব্লক এন্ড রেডি মিঙ লিমিটেডের ৪ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। তারা হলেন মো. কামরুল আলম চৌধুরী, ফখরুল আলম চৌধুরী, জাহেদুল আলম চৌধুরী এবং সাহিদুল আলম চৌধুরী। গতকাল বুধবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
এর আগে ব্যাংক কর্তৃপক্ষ গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য আদালতের কাছে আবেদন করেন। অর্থঋণ আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, কৃষি ব্যাংক আগ্রাবাদ কর্পোরেট শাখার ৬ কোটি ২৪ লাখ ১১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মেসার্স সকো ব্লক এন্ড রেডি মিঙ লিমিটেডের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে ২০১৬ সালের শুরুর দিকে একটি অর্থঋণ মামলা হয় (মামলা নম্বর ৪৮১/১৬)। ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর এ মামলায় তখন রায়ও ঘোষণা হয়। রায়ে ৬০ দিনের মধ্যে টাকা পরিশোধের কথা বলা হয়। কিন্তু তারা তা করেনি। একপর্যায়ে ব্যাংক কতৃপক্ষ টাকা ফেরত পেতে ২০১৯ সালের ২৯ জানুয়ারি একটি জারি মামলা দায়ের করেন ( জারি মামলা নম্বর ১৮/১৯)।

পূর্ববর্তী নিবন্ধ৬ নয়, ৪ ঘণ্টা গ্যাস পাবে না সিএনজি স্টেশন
পরবর্তী নিবন্ধদেশে শনাক্ত কমেছে বেড়েছে মৃত্যু