চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে চলাচলরত ৪ বাস কোম্পানিতে কর্মরত চালক, সুপারভাইজার ও সহকারীরা বেতন–ভাতা বৃদ্ধি, শ্রম আইনে বিধি বিধান অনুযায়ী নিয়োগপত্রসহ অন্যান্য দাবি আদায়ের লক্ষে গতকাল মঙ্গলবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১২ ঘণ্টা ৪ কোম্পানির ক্লোজ ডোর চেয়ার কোচ শ্রমিকদের ডাকা কর্ম বিরতি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে চলাচলরত মারছা চেয়ার কোচ, স্বাধীন ট্রাভেল, পুরবী চেয়ার কোচ ও সৌদিয়া কোচ সার্ভিসের চালক ও সহকারীরা অভিযোগ করে বলেন, বাজার দরের সাথে সংগতি রেখে বেতন ভাতা বৃদ্ধিসহ অন্যান্য দাবি পূরণের জন্য দীর্ঘদিন থেকে কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়ে আসলেও মালিক কর্তৃপক্ষ কোন রকম সাড়া সহানুভুতি না দেখার ফলে স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকেরা গাড়ি চালানো থেকে বিরত থেকে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি কর্মসূচি পালন করেছে তারা। চার কোম্পানির চালক–সুপারভাইজার ও সহকারীরা জানান, তাদের দাবিসমূহ ন্যায় সংগত।
দাবি সমূহ হল–বেতনভাতা বৃদ্ধিসহ প্রচলিত শ্রম আইন অনুযায়ী নিয়োগপত্র প্রদান, উৎসব বোনাস, কর্ম ঘণ্টা নির্ধারণ করা, দুর্ঘটনায় আহত শ্রমিকের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ ও কথায় কথায় চাকরিচ্যুতি ও কাউন্টার ম্যানেজারদের হয়রানি বন্ধ করা।
আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম, কার্যকরী সভাপতি নুরুল কবির, সাধারণ সম্পাদক মো. মুছা ও যুগ্ম সম্পাদক কামাল আজাদ এক বিবৃতিতে বলেন, অবিলম্বে শ্রমিকদের দাবি মেনে নেওয়া না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। মঙ্গলবার সকাল–সন্ধ্যা ১২ ঘণ্টা স্বতঃস্ফূর্ত ভাবে কর্মসূচি সফল করায় ৪ কোম্পানির পরিবহন শ্রমিকদের অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ আগামী দিনের কর্মসূচি সফল করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।