৪ কোটি ৭০ লাখ টাকায় রসুলবাগে খালের ওপর নির্মিত ব্রিজ উদ্বোধন

বাকলিয়াবাসীর দুর্ভোগ লাঘব হবে : মেয়র | শুক্রবার , ২৫ নভেম্বর, ২০২২ at ৮:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক এলাকায় ড্রাইভারশন খালের উপর ৪ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ উদ্বোধন করেন। ব্রিজ উদ্বোধনকালে মেয়র বলেন, ড্রাইভারশন খালের ওপর ব্রিজ নির্মাণের জন্য পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি ছিল। এই ব্রিজ এলাকাবাসীর আকাঙ্ক্ষা পূরণ করল। উত্তর, দক্ষিণ ও পূর্ব বাকলিয়ার সাথে পশ্চিম বাকলিয়াবাসীর মধ্যে যোগযোগের সেতুবন্ধন স্থাপন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। মেয়র জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের মাধ্যমে খাল খনন করতে গিয়ে যে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছে তা দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শুধু মেগা প্রকল্প বাস্তবায়ন করলেই হবে না এর পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। মেগা প্রকল্পে গৃহীত চলমান ৩৪টি খালের সাথে বাকী ২১টি খাল পুনঃ উদ্ধারে প্রকল্প গ্রহণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক এলাকায় ড্রাইভার্শন খালের উপর নব নির্মিত ব্রিজ উদ্বোধনকালে তিনি একথা বলেন।

মেয়র আরও বলেন, চট্টগ্রামের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। তিনি চট্টগ্রাম মহানগরীর উন্নয়নে সুদূর প্রসারী অবকাঠামোগত ও দৃশ্যমান উন্নয়নের জন্য মেগা প্রকল্প বাস্তাবায়নে চসিকসহ সেবা প্রতিষ্ঠান সমূহকে প্রায় ২১হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তিনি আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কতৃজ্ঞতা জানাতে জনসভায় উপস্থিত থাকার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। মেয়র চসিকের গৃহকর নিয়ে একটি কুচক্রি মহলের বিভ্রান্তি মূলক অপপ্রচারে কর্ণপাত না করে কর পুনঃমূল্যায়নের অসঙ্গতি মনে করলে তা আপীল বোর্ডের মাধ্যমে সমাধান করে নিজেদের বক্তব্য পেশের মাধ্যমে যথাযথভাবে কর ধার্যের সিন্ধান্ত গ্রহণের অনুরোধ জানান। ৪ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক এলাকায় ড্রাইভারশন খালের উপর ৪০ ফুট বাই ২৬ ফুট ১টি ব্রিজ, ১টি কালভার্ট ও ওয়াকওয়ে সংস্কারসহ সৌন্দর্য্য বর্ধনের কাজ সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল আলম, জহর লাল হাজারী, সংরক্ষিত কাউন্সিলর শাহীন আক্তার রোজী, চসিক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু ছালেহ, মুনিরুল হুদা, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, আবু ছিদ্দিক, মির্জা ফজলুল কাদের, স্থানীয় আওয়ামী লীগ নেতা এ এস এম এয়াকুব, ইউনুছ কোম্পানী, মো. মুছা, আকবর আলী আকাশ, আব্দুল হাকিম মেম্বার, নছরুল্লাহ করিম চৌ., হারুনুর ইসলাম মামুন, শওকত ইমরান সুমন, মো. আনোয়ার মেম্বার, সুহৃদ বড়ুয়া, শাহেদুল ইসলাম, রাহুল দাশ, মিলটন, মো. ছবুর, শাহেদ সাকী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের আজ ইংলিশ পরীক্ষা
পরবর্তী নিবন্ধরিচার্লির উড়ন্ত গোলে বিশ্বকাপে দুরন্ত শুরু ব্রাজিলের