৪ এতিমখানার শিশুদের নিয়ে স্মাইল বাংলাদেশের ফুটবল টুর্নামেন্ট ও খাবার বিতরণ

| রবিবার , ১৯ অক্টোবর, ২০২৫ at ২:১৫ অপরাহ্ণ

নগরীর জালালাবাদ তালিমুল কোরআন মাদ্রাসা মাঠে স্মাইল বাংলাদেশের উদ্যোগে চারটি এতিমখানার শিশুদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে জালালাবাদ তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা চ্যাম্পিয়ন এবং মারকজুল নূর তালিমুল কোরআন মাদ্রাসা রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

শুধু খেলাধূলা নয়, দিনভর আয়োজনে ৫০০-রও বেশি এতিম শিশুদের জন্য করা হয় দুপুরের খাবারের ব্যবস্থা।

টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্যালান-এর পরিচালক মোঃ আরিফ এবং স্মাইল বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হাফেজ মাওলানা শাহদাত হোসেন, মোঃ হোসাইন, আনসার, আরিয়ান, তৌহিদ, সাহির হাকিমসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অতিথিরা বলেন, “প্রতিটি শিশু জন্মগতভাবেই অধিকার নিয়ে আসে ভালোবাসা, যত্ন আর হাসিখুশি জীবনের। কিন্তু অনেক শিশু আছে, যারা পরিবারের স্নেহ-ছায়া হারিয়ে এতিমখানার দেয়ালের ভেতর বেড়ে উঠছে। তাদের জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ তাদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, স্মাইল বাংলাদেশের এ আয়োজন এতিম শিশুদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি তাদের স্বপ্ন দেখার অনুপ্রেরণাও জুগিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধস্ব-স্ব ধর্মীয় অনুশাসন মেনে চললে মানুষ বিপদগ্রস্ত হয়না : আসলাম চৌধুরী