৪ ইঞ্চি জায়গার জন্য ভাতিজার হাতে চাচা খুন

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ১২ মার্চ, ২০২৫ at ১:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পানি চলাচলের পাইপ লাইন স্থাপনকে কেন্দ্র করে বড় ভাই ও ভাতিজার লোহার রডের আঘাতে ছালামত আলী (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

মঙ্গলবার (১১) মার্চ দুপুর ১২ টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোঃ ছালামত আলী (৫২) স্থানীয় মৃত ছিদ্দিক আহমদের দ্বিতীয় পুত্র।

স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন ধরে জায়গার বিরোধ নিয়ে তাদের মধ্যে শালিসি বৈঠক হয়। ঘটনার দিন দুপুরে বাড়িতে পানি চলাচলের পাইপ লাইনের স্থাপন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে ছালামত আলীকে তার ভাতিজা মাথায় রড দিয়ে আঘাত করে।

পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে আনোয়ারা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেলে পাঠালে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্বজন আবদুল মান্নান জানান, ৪ ইঞ্চি পানি স্থাপনের জায়গা নিয়ে আমার বোনের স্বামীকে তার বড় ভাই ও ভাতিজারা মিলে রড দিয়ে আঘাত করে। পরে আহত অবস্থায় মেডিকেলে নিলে তার মৃত্যু হয়। তার পরিবারে একটি পুত্র ও চারটি কন্যা সন্তান রয়েছে। এতে এই পরিবার নিস্ব হয়ে গেছে। আমরা আসামিদের কঠোর বিচার দাবি করছি।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, মঙ্গলবার দুপুরে বটতলী ইউনিয়নের চাপাতলী এলাকায় ভাইয়ের সাথে ভাইয়ের জায়গা বিরোধ নিয়ে সংঘর্ষ হয়ে ছালামত আলী নামের এক ব্যক্তির আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে তার মৃত্যু হয়।

এতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হলেও বাকি দুইজন পলাতক রয়েছে। বাকীদের আটক অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে নিজ অফিসে হামলার শিকার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
পরবর্তী নিবন্ধমহেশখালীতে প্যারাবন কেটে চিংড়িঘের নির্মাণ, অভিযানে ২৫ একর জমি উদ্ধার