৪ আসামি গ্রেপ্তার, খালে ভাসা আরেক লাশ উদ্ধার

চকরিয়ার যুবককে গুলি করে হত্যার ঘটনা

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় বদরখালী ইউনিয়নে রাতের আঁধারে গুলি ছুঁড়ে হত্যা করা যুবক সোহায়েত (৩৫) যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। সে আলোচিত অপহরণের পর নুরুল হুদা হত্যা মামলায় এই দণ্ড পাওয়ার পর গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন জেলে ছিলেন। সম্প্রতি সে জামিনে বেরিয়ে এলাকায় প্রকাশে চলাফেরা করতে থাকেন। শুক্রবার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি ছুঁড়ে হত্যা করে তাকে। এই ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটকের পর ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে।

এর আগে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের তিন নম্বর ব্লকের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপকূলীয় বদরখালী আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তিন রাস্তার মাথায় কয়েকজনসহ সোহায়েত আড্ডা দিচ্ছিল। এ সময় নাপিতখালী পাড়ার দিক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাচেপে এসে সোহায়েতকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যাচ্ছিল। গুলিটি তাঁর ঘাড়ে লাগলে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে সে। অটোরিকশাটি কয়েকশজ দূরে গিয়ে ফের আরও এক রাউন্ড গুলি ছুড়ে। এতে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে সোহায়েতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নাছির আহাম্মদ বলেন, সোহেয়েতের ঘাড়ে গুলি লাগার চিহ্ন রয়েছে। তাঁর মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘সোহায়েতকে কারা গুলি করেছে তাদের শনাক্ত করতে পুলিশ মাঠে কাজ করছে। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে মর্মে প্রাথমিকভাবে মনে হচ্ছে। ঘটনার পর পরই জড়িত থাকতে পারে এমন সন্দেহে চারজনকে আটকের পর ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার পরিবারের পক্ষ থেকে লিখিত এজাহার প্রাপ্তিসাপেক্ষে মামলা রুজুসহ পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’ এদিকে উপকূলের এই ইউনিয়নটির দক্ষিণাংশের চিলখালী ঘোনার স্লুইস গেট সংলগ্ন এলাকার সমুদ্র চ্যানেলের খাল থেকে অপর এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বদরখালী নৌপুলিশ। গতকাল শনিবার দুপুরে ভাসমান অবস্থায় ওই লাশটি উদ্ধার করা হয়। এ সময় দেখা যায়লাশটির পরনে লাল হাফ প্যান্ট ও গায়ে ডোরা কাটা টি শার্ট রয়েছে। এনিয়ে চকরিয়া থানার ওসি বলেন, ‘শুনেছি বদরখালীর খাল থেকে ভাসমান লাশ উদ্ধারের বিষয়টি। তবে এখনো বিস্তারিত জানা হয়নি।’

পূর্ববর্তী নিবন্ধকুতুবদিয়ায় ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ, নিখোঁজ আরও ১
পরবর্তী নিবন্ধআনোয়ারা ও লোহাগাড়ায় সাপের কামড়ে কিশোর-কিশোরীর মৃত্যু