আনোয়ারায় টি আর প্রকল্পের আওতায় ৪ আশ্রয়হীনকে ঘর নির্মাণ করে দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ওয়াসিকা আয়েশা খান এমপি। গতকাল রোববার উপজেলার ৬নং বারখাইন ইউনিয়ন ও ৫নং বরুমচড়া ইউনিয়নে নির্মিত এসব ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করেন। ৪ উপকারভোগী হলেন, ৬নং বারখাইন ইউনিয়নের শোলকাটা গ্রামের প্রতিবন্ধী জান্নাতুল ফেরদৌস, হাজীগাঁও গ্রামের জাকির হোসেন, ঝিউরী গ্রামের নাছিমা আক্তার ও বরুমচড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কহিনুর আকতার।
এসব ঘর হস্তান্তরকালে তিনি উপকারভোগী ও গ্রামবাসীর সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করতে বিভিন্ন ভাতা চালু করেছেন।
তিনি দেশের উন্নয়নের লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফ্ফার চৌধুরী, আবুল বশর, তাহমিনা আক্তার চৌধুরী ফৌজিয়া, আজিজুল হক আজিজ, আরডি রাহুল প্রমুখ।