৪৯ তম বাংলাদেশ লিও দিবসে নানা আয়োজন

| বৃহস্পতিবার , ২৫ আগস্ট, ২০২২ at ৬:০৯ পূর্বাহ্ণ

নানা আয়োজনের মধ্য দিয়ে ৪৯ তম বাংলাদেশ লিও দিবস উদযাপন করেছে লিও জেলা ৩১৫ বি৪ বাংলাদেশ। প্রবন্ধ লেখন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ২৩ আগষ্ট দিবসটি উদযাপন করে ৩১৫ বি৪ এর লিওরা। চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের হালিমা-রোকেয়া মেমোরিয়াল হলে লিও জেলা সভাপতি ইরফান মোস্তফার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা গভর্নর শামসুদ্দিন আহমদ সিদ্দিকী।বিশেষ অতিথি ছিলেন ১ম ভাইস গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, প্রাক্তন জেলা গভর্নর ও মাল্টিপল জেলার জিএসটি লায়ন মনজুর আলম মনজু। প্রথম পর্বে জেলা সেক্রেটারি লায়ন ডা. জাকিরুল ইসলাম তার লেখা ‘বাংলাদেশে লিওইজম’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন। ২য় পর্বে অতিথি ছিলেন লায়ন জেলার ক্যাবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী, লায়ন জেলার জিএমটি অ্যাড. নুরুল ইসলাম, রিজিওনাল চেয়ারপার্সন লায়ন জাহানারা বেগম, লিও ক্লাবস চেয়ারম্যান লায়ন আনিসুল হক চৌধুরী, লায়ন হেলাল উদ্দীন, লায়ন আবু নাসের রণি, লায়ন ওবায়দুর রহমান, লায়ন আনোয়ারুল ইসলাম চৌধুরী। লিও মেহেদি হাসান নয়নের পরিচালনা ও লিও সিরাজুল ইসলাম রিপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন, লিও মো. শাহাদাত হোসেন, এম কে মনির প্রমুখ। বক্তারা বলেন, লিওদের দৃঢ় প্রত্যাশা হোক মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএ সরকারের অধীনে দেশে আর কোনো নির্বাচন হবে না
পরবর্তী নিবন্ধশিল্পকলা একাডেমিতে কবি অরুণ দাশগুপ্ত স্মরণে সভা আজ