৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়ানশীপের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব শুরু আজ

| শনিবার , ১৬ আগস্ট, ২০২৫ at ৮:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত ৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়ানশীপের আঞ্চলিক ( জোন, চট্টগ্রাম) পর্বের খেলা আজ শনিবার বিকাল ৫ টায় সিজেকেএস কনভেনশন হলে উদ্বোধন করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডাঃ শাহাদাৎ হোসেন। এর আগে টুর্নামেন্টের খেলা বিকাল ৪ টায় শুরু হবে। বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কতৃক অনুমোদিত এই আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্ট ৫ দিন ব্যাপী সুইচলীগ পদ্ধতিতে ৭ রাউন্ড অনুষ্ঠিত হবে। যা আগামী ২০ আগষ্ট পর্যন্ত চলবে। এই টুর্নামেন্টে চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম বিভাগ, কঙবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষীপুর, কুমিল্লা ও ব্রাম্মনবাড়িয়া জেলা অংশগ্রহন করবে। টুর্নামেন্টের শীর্ষ ৫ জন আগামী ৫ই সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত জাতীয় দাবা চ্যাম্পিয়ানশীপ বি তে অংশ গ্রহন করার সুযোগ পাবে। অংশ গ্রহনকারী সকল খেলোয়াড়দেরকে বিকাল ৩.৩০ টার মধ্যে রিপোর্ট করিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধভারতের স্বাধীনতা দিবসে আবেগঘন বার্তা কোহলির
পরবর্তী নিবন্ধ১৯ ও ২০ আগস্ট রাফি স্মৃতি উন্মুক্ত টেবিল টেনিস টুর্নামেন্ট