চট্টগ্রাম জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ মাঠে ফুটবলের উদ্বোধনী খেলায় রাউজান উপজেলার ঊনসত্তরপাড়া স্কুল ৩-০ গোলে চন্দনাইশ উপজেলার কেশুয়া স্কুলকে পরবর্তী পর্যায়ে মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার স্কুল ১-০ গোলে বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী স্কুলকে, সাতকানিয়া উপজেলার মডেল স্কুল ৩-১ গোলে সীতাকুণ্ড উপজেলার সাদেক মস্তান রহমত উল্লাহ স্কুলকে, নগরীর পাঁচলাইশ থানার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের স্কুল দল ২-০ গোলে পাহাড়তলী থানার গরীবে নেওয়াজ স্কুলকে আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর স্কুল টাইব্রেকারে ৩-১ গোলে হাটহাজারী উপজেলার নোমান মরদন স্কুলকে এবং রাঙ্গুনিয়া উপজেলার রোটারি বেতাগী ইউনিয়ন স্কুল ২-০ গোলে বন্দর থানার ইস্টার্ন রিফাইনারী স্কুলকে পরাজিত করেছে। এদিকে ডবলমুরিং থানার আগ্রাবাদ সরকারি কলোনী স্কুল, লোহাগাড়া স্কুল ও কর্ণফুলী উপজেলার মরিয়ম আশ্রম স্কুল প্রতিপক্ষ দলগুলো না আসায় ওয়াকওভার লাভ করেছে। এর আগে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অধ্যক্ষ কর্ণেল মুজিবুল হক সিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন। জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাগতিক কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আক্তার ও সহযোগী অধ্যাপক মো. মাহফুজুর রহমান।