৪৮ মিনিটেই শেষ পঞ্চম দিনের খেলা

১৮৮ রানে হারল টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৯ ডিসেম্বর, ২০২২ at ৬:৪৩ পূর্বাহ্ণ

আগের দিনই ম্যাচের হার নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের। অপেক্ষা ছিল শেষ দিনে কতটা লড়াই করতে পারে সাকিবরা। কিন্তু কে জানতো সে লড়াই মাত্র ৪৮ মিনিটে শেষ হয়ে যাবে। আগের দিন দারুণ প্রতিরোধ গড়ে তোলা সাকিব-মিরাজ জুটি ভাঙার পর সাকিব যা একটু রান বাড়ানোর চেষ্টা করেছেন। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। ফলে ১৮৮ রানের বড় পরাজয় বরণ করতে হল বাংলাদেশকে। আর তাতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত। কুলদিপ যাদব ডেলিভারিটা করলেন একটু টেনে। আর সাকিব চেষ্টা করলেন সুইপ করে চার মারার। কিন্তু ব্যাট-বলে হল না। বল আঘাত করল স্টাম্পে, ফিরে গেলেন সাকিব। শেষ দিনের যাবতীয় আকর্ষণের সমাপ্তি সেখানেই। তখনও পর্যন্ত ম্যাচের একমাত্র কৌতূহল ছিল সাকিব তিন অংকের ম্যাজিক ফিগারে যেতে পারেন কিনা।

একই সাথে বাংলাদেশ অধিনায়ককে হাতছানি দিচ্ছিল ছক্কার রেকর্ডও। কিন্তু হলো না কোনোটিই। বাংলাদেশও পারল না লড়াইটা আরেকটু জমাতে। চট্টগ্রাম টেস্টের শেষ দিনে গতকাল রোববার খেলা শেষ হয় মাত্র ৪৮ মিনিটেই। অর্ধ ডজন করে চার ও ছক্কার সাহায্যে সাকিব করেন ১০৮ বলে ৮৪ রান। গত ৫ বছরে তার সবচেয়ে বড় টেস্ট স্কোর এটি। সবশেষ ২০১৭ সালের আগস্টে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন ৮৪ রানের ইনিংসটি। তার সবশেষ সেঞ্চুরি এসেছিল ২০১৭ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। গতকাল আর একটি ছক্কা মারতে পারলেই তিনি স্পর্শ করতেন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার ক্ষেত্রে তামিম ইকবালের রেকর্ড, কিন্তু তাও হয়নি।

আগের দিনের ৪০ রান নিয়ে সাকিব শুরু করেছিলেন শেষ দিন। মেহেদী হাসান মিরাজ অপরাজিত ছিলেন ৯ রানে। ম্যাচের ভাগ্য অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগের দিনই। কেবল দেখার ছিল সাকিব-মিরাজরা শেষ দিনে কতদূর যেতে পারেন। দিনের প্রথম ওভারে মোহাম্মদ সিরাজকে দারুণ এক কাভার ড্রাইভে চার মারেন মিরাজ। পরের ওভারে আকশার প্যাটেলকে ছক্কা মারেন সাকিব। দুজনের উদ্দেশ্য পরিষ্কার হয়ে ওঠে তাতেই।

সিরাজের পরের ওভারে অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে মিরাজ ক্যাচ দেন পয়েন্টে। ফিরেন ৪৮ বলে ১৩ রান করে। আরেক প্রান্তে সাকিব চালিয়ে যেতে থাকেন আগ্রাসন। আকসারকে ছক্কা মেরে স্পর্শ করেন হাফ সেঞ্চুরি। পরের ওভারে সিরাজকে চার এবং ছক্কা মারেন পরপর দুই বলে। সেঞ্চুরিটা অনেকটাই হাতের নাগালেই চলে আসে সাকিবের।

কিন্তু কুলদিপ যাদবের প্রথম ওভারের শেষ বলে আউট হয়ে যান সাকিব। সাড়ে ৫ বছরের সেঞ্চুরি খরা ঘুচাতে না পেরে সাকিব হতাশায় প্রায় ব্যাট মেরে বসেছিলেন মাটিতে। ১০৮ বলে ৬টি চার এবং ৬টি ছক্কার সাহায্যে ৮৪ রান করে আসেন সাকিব। সাকিব ফেরার সাথে সাথেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশ অল আউট হয় ৩২৪ রানে। ভারতের পক্ষে ৪টি উইকেট নেন আকশার প্যাটেল। ৩টি উইকেট নেন কুলদিপ যাদব। দুই ইনিংসে ৮ উইকেট নেওয়া কুলদিপ যাদব হয়েছেন ম্যাচ সেরা।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নেতার বোনের বাসায় মার্কিন রাষ্ট্রদূত : জানতো না মন্ত্রণালয়
পরবর্তী নিবন্ধমিয়া মোহাম্মদ আব্দুর রহিম চেয়ারম্যান ও জহিরুল ইসলাম চৌধুরী ভাইস চেয়ারম্যান নির্বাচিত