৪৮ বছরে নান্দিকার

দুদিনব্যাপী উৎসব শুরু

| শনিবার , ৪ ডিসেম্বর, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

নাট্যকর্মীদের ভালোবাসা, শুভাকাঙ্ক্ষীদের অনুপ্রেরণায় নান্দিকার ৪৮ বছরে পর্দাপণ করলো। এই উপলক্ষ্যে গতকাল থেকে দুই দিনব্যাপী অনুষ্ঠান থিয়েটার ইনস্টিটিউটে নান্দিকার নাট্য মঞ্জরি আয়োজন করেছে। অনুষ্ঠান উদ্বোধন করেন নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। গতকাল মুক্ত মঞ্চে বৈঠকী আলোচনা, আবৃত্তি, একক নৃত্য, দলীয় নৃত্য, পথ নাটক, মঞ্চে সন্ধ্যায় নাটক ‘অন্তজলি’ মঞ্চস্থ হয়। আজ মুক্ত মঞ্চে আবৃত্তি একক নৃত্য, দলীয় নৃত্য, মঞ্চে সন্ধ্যা ৭ টায় নাটক ‘পাপপূণ্য’ মঞ্চস্থ হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধমহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি বাচ্চুর ইন্তেকাল