৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ অক্টোবর, ২০২০ at ৪:৫২ পূর্বাহ্ণ

সড়ক পরিবহন আইন সংশোধনসহ নয় দফা দাবিতে দেশব্যাপী ডাকা ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। গতকাল ১১ অক্টোবর রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সড়ক পরিবহন আইন সংশোধনসহ নয় দফা দাবিতে সারাদেশে ১২ ও ১৩ অক্টোবর পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

পূর্ববর্তী নিবন্ধসাগরে বোট ডুবি ৮দিন পরেও সন্ধান মেলেনি ৪ জেলের
পরবর্তী নিবন্ধবিরোধী দলের সম্ভাব্য ১০ প্রার্থীর দৌড়ঝাঁপ