তিন দশকের দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ঋণ জর্জরিত রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ৭৫ শতাংশ শেয়ার বিক্রি করল পাকিস্তান সরকার। মঙ্গলবার অনুষ্ঠিত এক প্রতিযোগিতাপূর্ণ নিলামে ৪৮ কোটি ২০ লাখ ডলারের (৪৮২ মিলিয়ন ডলার) বিনিময়ে এয়ারলাইনসের এই শেয়ার কিনে নিয়েছে আরিফ হাবিব লিমিটেড। এটি পাকিস্তানের বৃহত্তম সিকিউরিটিজ ব্রোকারেজ, বিনিয়োগ ব্যাংকিং এবং গবেষণা সংস্থা। খবর বিডিনিউজের।
‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’ পত্রিকা জানায়, নিলাম অনুষ্ঠানটি সরাসরি সমপ্রচার করে রাষ্ট্রীয় সমপ্রচারমাধ্যম। একে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সরকারের এয়ারলাইন্স বেসরকারীকরণ অভিযানের একটি বড় জয় হিসেবে দেখা হচ্ছে।
তিনটি পাকিস্তানি প্রতিষ্ঠান নিলামে অংশ নিয়েছিল। এর আগে গত বছর পিআইএ বিক্রির প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। কারণ, তখন মাত্র একটি পক্ষ দরপত্র জমা দিয়েছিল এবং তাদের প্রস্তাবিত দাম সরকারের কাঙ্ক্ষিত মূল্যের চেয়ে অনেক কম ছিল। নিলামে বিজয়ী প্রতিষ্ঠান এখন পাকিস্তান এয়ারলাইন্সটির ৭৫ শতাংশ শেয়ারের মালিক হবে এবং আগামী তিন মাসের মধ্যে বাকি ২৫ শতাংশ শেয়ার কেনার সুযোগ পাবে।











