চন্দনাইশের দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচনকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তিন জন মেয়র, ২০ জন মহিলা কাউন্সিলর, ৮৩ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে মহিলা কাউন্সিলর পদে ১৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আগামী ১৭ জুলাই এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. লোকমান হাকিম, ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী মো. জায়নুল আলম এবং সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মেয়র প্রার্থীদের মধ্যে কেউই তাদের মনোনয়ন ফরম জমা করেননি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম জানান, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ জুন মনোনয়নপত্র দাখিল, ১৯ জুন মনোনয়নপত্র বাচাই, ২৫ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং আগামী ১৭ জুলাই ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।












