৪৭ মাস পর সর্বোচ্চ রেমিটেন্স এলো জুনে

| মঙ্গলবার , ২ জুলাই, ২০২৪ at ১০:৩৪ পূর্বাহ্ণ

প্রবাসী আয়ের গতি জোরালো হওয়ার মধ্যে সবশেষ মাস জুনে রেমিটেন্সে উল্লম্ফন হয়েছে; ৪৭ মাস পর সর্বোচ্চ আয় এসেছে ২ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। আগের বছরের জুনের চেয়ে সদ্য সমাপ্ত ২০২৩২৪ অর্থবছরের শেষ মাসে রেমিটেন্স বেড়েছে প্রায় ১৬ শতাংশ বেশি। ২০২২২৩ অর্থবছরের জুনে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ব্যাংকিং চ্যানেলে জুন মাসে এতটা বেশি রেমিটেন্স এল ৪৭ মাস পর। এর আগে ২০২০২১ অর্থবছরের জুলাইতে এসেছিল ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। খবর বিডিনিউজের।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, ‘জুন মাসে রেমিটেন্স এসেছে ২ দশমিক ৫৪ বিলিয়ন ডলার এবং পুরো অর্থবছরে রেমিটেন্স এসেছে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।’ প্রবাসী আয়ে জুনের উল্লম্ফনের উপর ভিত্তি করে সদ্য সমাপ্ত পুরো ২০২৩২৪ অর্থবছরে রেমিটেন্স বেড়েছে আগের ২০২২২৩ অর্থবছরের চেয়ে ১০ দশমিক ৬৪ শতাংশ বেশি। ২০২২২৩ অর্থবছরে রেমিটেন্স এসেছিল ২১ দশমিক ৬১ বিলিয়ন ডলার।

পূর্ববর্তী নিবন্ধচার্জ গঠন হলেও এখনো শুরু হয়নি সাক্ষ্যগ্রহণ কার্যক্রম
পরবর্তী নিবন্ধআজকের জোয়ার ভাটার সময়সূচি