কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল করার ঘটনায় ৪৭ জনকে আসামি সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার থানার উপ–পরিদর্শক (এসআই) জাকির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ইতিমধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীরে ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ ঘোষিত দল ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে মিছিল বের করে বিভিন্ন যানবাহনে হামলা করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমান শ্রমিক লীগ নেতা মিজান প্রকাশ বার্মায়া মিজানের নেতৃত্বে একদল নিষিদ্ধ ঘোষিত দলের নেতা কর্মী এ হামলা চালিয়ে শহরে ত্রাস সৃষ্টির চেষ্টা করে। এ ঘটনায় গত শুক্রবার কক্সবাজার সদর মডেল থানায় ৪৭ জনের নাম উল্লেখ করে একটি দ্রুত বিচার আইনে মামলা রুজু হয়েছে। ঘটনার পর থেকে ওসির নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক ল গের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলায় মিজান প্রকাশ বার্মাইয়া মিজানকে প্রধান আসামি করে কক্সবাজার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহামদ বাহাদুর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, তার ভাই জেলা ছাত্রলীগের সহ–সভাপতি মুন্না চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, সিনিয়র সহ–সভাপতি মইন উদ্দীন, কক্সবাজার শহর ছাত্রলীগের সভাপতি হাসান তারেককে আসামি করা হয়েছে। ওসি বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দলের নেতাকর্মী ও গণ–আন্দোলনের মামলার আসামিদের ধরতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।