৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে এনসিপি

ঢাকা-১১ আসনে নাহিদের মনোনয়নপত্র জমা এনসিপিতে যোগ দিয়ে মুখপাত্র হলেন আসিফ, নির্বাচন করবেন না

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১০:২২ পূর্বাহ্ণ

সারা দেশে ৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থীরা। তবে এটি এখনো চূড়ান্ত নয়। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, আমাদের ৪৭টা নমিনেশন সাবমিট হয়েছে। কারা জমা দিয়েছে তা শিগগিরই জানতে পারবেন। সেখানে আসিফ মাহমুদের আসনে আমাদের কোনো প্রার্থী নেই। আপনারা এখানে আমাদের জোটের প্রার্থীদের দেখতে পাবেন। তিনি বলেন, আমাদের আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি। কয়েকদিনের মধ্যে এটা চূড়ান্ত হবে। আমরা কিছুটা বাড়িয়েই সাবমিট করেছি। যেহেতু কিছু বাতিল হতে পারে। দলের স্বার্থে যারা এবার নির্বাচন করবে না, তাদের দল পরে মূল্যায়ন করবে। খবর বাংলানিউজ, বিডিনিউজ ও বাসসের।

তিনি বলেন, এনসিপি সারা দেশে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার পক্ষে কাজ করবে এবং জোটের পক্ষে কাজ করবে। দলের স্বার্থে আমরা যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি, এটা সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে। যারা দলের স্বার্থে ব্যক্তিগত আত্মত্যাগ করেছে, সেটা দল অবশ্যই মূল্যায়ন করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সদস্যসচিব আবু বাকের মজুমদার প্রমুখ।

জামায়াতের ছেড়ে দেওয়া ঢাকা১১ আসনে নাহিদের মনোনয়নপত্র জমা : ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা১১ (রামপুরাবাড্ডাভাটারাহাতিরঝিল আংশিক) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় নাগরিক পার্টিএনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল দুপুরে ঢাকার সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

নাহিদ ইসলামের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ, প্রস্তাবকারী ওমর ফারুক ও সমর্থনকারী মো. সামীর হোসেন।

এনসিপিতে যোগ দিয়ে মুখপাত্র হলেন আসিফ মাহমুদ : এনসিপিতে যোগ দিয়ে দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হলেন জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতা ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি।

এর আগে ঢাকা১০ আসন থেকে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানিয়েছিলেন। গতকাল এই ঘোষণার মাধ্যমে তিনি সেটি থেকে সরে এসেছেন।

হাদির সেই আসনে নাসীরুদ্দীনে মনোনয়নপত্র জমা : ‘মৃত্যুবরণের ইচ্ছা’ নিয়ে জামায়াতে ইসলামীর দশ দলীয় জোট থেকে ঢাকা৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টিএনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল বিকালে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমার ওপরে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়েছে, শহীদ ওসমান হাদির যে পথ সে পথকে বাস্তবায়ন করা। সাম্য ভাইয়ের (নিহত ছাত্রদল নেতা) হত্যার বিচার, পুরো বাংলাদেশে বাস্তবায়ন করা। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু আমাদের এই নির্বাচনটা বাস্তবায়ন করতে হবে, এটাও একটা বড় ধরনের চ্যালেঞ্জ। জোটের হয়ে আমি প্রার্থী হয়েছি, এখানে আমরা দুর্নীতি এবং ভারতীয় আধিপত্যবাদ এবং আজাদী স্লোগান নিয়ে ইনশাল্লাহ মাঠে থাকব। যাতে ঢাকাকে সবচেয়ে নিরাপদ ও সুরক্ষিত একটি জায়গা বানাতে পারি।

মাহফুজ নির্বাচন করবেন না : সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন না। মাহফুজ আলম বলেন, আমি তো শুরু থেকেই বলে আসছি যে, নির্বাচন করব না। এই কারণে আমি সরকার থেকে সরে যেতে চাইনি। কিন্তু সরকার মনে করেছে, ছাত্র প্রতিনিধিরা থাকলে নিরপেক্ষতা নিয়ে নির্বাচনের সময় প্রশ্ন উঠতে পারে। সে কারণে আমি সরে গেছি। কিন্তু নির্বাচন করব না, সেটা আমার আগে থেকেই সিদ্ধান্ত ছিল।

তবে লক্ষ্মীপুর১ আসন থেকে মাহফুজ আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তার ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমও ওই আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন। ভাইয়ের নির্বাচন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, তিনি এনসিপির নেতা, তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন করবেন। এ বিষয়ে আমার কিছু বলার কিছু নেই।

মনোনয়নপত্র জমা দিলেন হাসনাত আবদুল্লাহ : জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের নেতাদের নিয়ে কুমিল্লা(দেবীদ্বার) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। দলটির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক গতকাল বিকালে দেবীদ্বার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। সারজিসকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী : আসন সমঝোতার অংশ হিসেবে পঞ্চগড়১ সংসদীয় আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মো. ইকবাল হোসাইন। একই সঙ্গে তিনি জোট প্রার্থী এনসিপি নেতা সারজিস আলমের প্রতি শুভ কামনা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-৯ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাসনিম জারা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ২১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল