৪৭৫ জন কর্মজীবী মা পেল চিকিৎসা ও স্বাস্থ্য সামগ্রী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১০ নভেম্বর, ২০২১ at ৮:৪৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় একদিনে ৪৭৫ জন কর্মজীবী স্তন্যদানকারী মা পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য সামগ্রী । গতকাল মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এসব সেবা দেয়া হয়। এই উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আকতার হোসেন খাঁন, মেডিক্যাল অফিসার ছেনোয়ারা বেগম, নাহিদ শারমিন, কাউন্সিলর দিলু আকতার, ইয়াছমিন আকতার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে আউটকাম বেজড এডুকেশন ও সেল্ফ অ্যাসেসমেন্ট শীর্ষক সভা
পরবর্তী নিবন্ধচবি আইকিউএসির কর্মশালা