৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে। পরীক্ষা চলবে আগামী মাসের ২১ তারিখ পর্যন্ত। চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্র হিসাবে সকাল ১০টা থেকে চট্টগ্রাম মহানগরীর ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষে গতকাল বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে।
এতে বলা হয়, পরীক্ষা কেন্দ্রের দুইশত গজ পরিধির মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা পূর্ব হতে পরীক্ষা শেষে পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্ষা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট–পাথর প্রভৃতি বহন ও ব্যবহার, মিছিল, সভা–সমাবেশ অনুষ্ঠান, উচ্চস্বরে চিৎকার, হৈচৈ, গান–বাজনা, মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোন শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত বা অবাঞ্চিত ব্যক্তিবর্গের প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ আদেশ আজ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।