নাইক্ষ্যংছড়িতে অপহরণের ৪৫ ঘণ্টা পর মোটরবাইক চালক শহীদুলের লাশ উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং মৌজার রাঙ্গাঝিরি গ্রামের শামছড়ির আগা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের শ্বশুর মোক্তার মেম্বার জানান, শহিদুল মোটর সাইকেল চালিয়ে জীবিকা চালায়। গত রোববার ইফতারের পর শহীদুলকে কে বা কারা মোটর সাইকেল ভাড়ার জন্যে ডেকে নিয়ে যায়। এরপর তার হদিস আর পাওয়া যাচ্ছিল না। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে খবর আসে শহিদুলের গাড়িটি রাঙ্গাঝিরির দিকে গিয়েছিলো সেদিন। তাই তারা সেদিকেই খুঁজতে যায়।
পরে গভীর জঙ্গলের পাশে মোটর সাইকেলটিসহ শহিদুলের লাশের সন্ধান পান তারা। শেষে লাশটি পুলিশ এসে উদ্ধার করে। লাশটির পিটে ১০টি, কোমরে ৬টি আঘাত রয়েছে। আর চোখ উপড়ে ফেলা হয়েছে। ময়নাতদন্তের জন্যে বান্দরবান পাঠানো হচ্ছে লাশটি।
বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান, গতকাল বিকেলে লাশ উদ্ধার হয় নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে ৩০ কিলোমিটার দূরের রাঙ্গাঝিরির দুর্গম পাহাড়ী এলাকা থেকে। পুলিশ লাশ উদ্ধারের সময় তিনি নিজেও সেখানে ছিলেন। ঘটনার বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।












