৪৫ গৃহে আজো অশ্রু ঝরে

মীরসরাই ট্রাজেডির যুগপূর্তি আজ

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ১১ জুলাই, ২০২৩ at ৬:৩৯ পূর্বাহ্ণ

এখনো অশ্রু ঝরে ৪৫ তাজা কিশোরের মাবাবা স্বজনদের। সেই শোকের দিন ফিরে আসতেই শেখেরতালুক গ্রামের নিহত রাকিবের মা দিলশাদ বেগম ঘরের মেঝেতে বসে আবারো অশ্রুপাত করছেন প্রিয় ছোট সন্তানের জন্য।

এক যুগ আগে আজকের এই দিনে মীরসরাই উপজেলার আবুতোরাব স্কুলের ৪৫ ছাত্র প্রাণ হারিয়েছিল। খেলা শেষে বাড়ি ফেরার পথে একটি ঘাতক ট্রাক উল্টে গিয়েছিল সৈদালীর একটি রাক্ষুুসী খাদে। এছাড়া আরো একজন অভিবাবক এবং এক শোকার্ত ব্যক্তি ও মৃত্যুবরণ করেছিল।

নিহতদের পরিবার ও স্বজনদের সমবেদনা জানাতে সেদিন ছুটে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছুটে এসেছিলেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। পাশে এসে দাঁড়িয়েছিল দেশিবিদেশি অনেক সংস্থা ও প্রতিষ্ঠান। তৎকালীন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের উদ্যোগে সেই খাদে নির্মিত হয়েছে স্মৃতিসৌধ ‘অন্তিম’। বিদ্যালয়ের মূল ফটক স্মৃতিসৌধ ‘আবেগ’ নির্মাণ করেন তৎকালীন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এই দুটি স্মৃতিসৌধে প্রতিবারের মতো এবার ও শ্রদ্ধা জানাবে বিদ্যালয়ের শিক্ষার্থীশিক্ষকসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

১৩ নং মায়ানী ইউপি চেয়ারম্যান কবির নিজামী ও মীরসরাই উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল জানান, এই ট্রাজেডি দিবস উপলক্ষে আজ সকাল ১০টায় স্মৃতিসৌধ আবেগ ও অন্তিমে পুস্পস্তবক অর্পণ শেষে আবুতোরাব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

পূর্ববর্তী নিবন্ধগুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের রোবাস্ট পেট্রোলিং ও চেকপোস্ট
পরবর্তী নিবন্ধহাজার কোটি টাকা লেনদেনের দিন ঢালাও দরপতন