৪৫ কোটি টাকা ব্যয়ে ১৭টি উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন

চকরিয়ার ডুলাহাজারা হবে স্মার্ট ইউনিয়ন

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৭ নভেম্বর, ২০২৩ at ১১:১২ পূর্বাহ্ণ

চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নে একসঙ্গে উদ্বোধন করা হয়েছে ৪৫ কোটি টাকা ব্যয়ে ১৭টি উন্নয়ন প্রকল্পের কাজ। তন্মধ্যে বেশ কয়েকটি প্রকল্প চলমান এবং বাকীগুলো শুরু করার অপেক্ষায় রয়েছে। এসব উন্নয়ন প্রকল্প শতভাগ বাস্তবায়ন হলে আধুনিক ও স্মার্ট ইউনিয়নে পরিণত হবে ডুলাহাজারা ইউনিয়ন। এমনটাই আশা করছেন ইউনিয়নের সাধারণ মানুষসহ সংশ্লিষ্টরা।

সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম প্রধান অতিথি হিসেবে গতকাল সোমবার এসব প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর ও নামফলক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমিল হোছাইন, সাধারণ সম্পাদক মনসুর আলম, রুস্তম গণি মাহমুদ, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. শওকত, তৌহিদুল ইসলাম প্রমুখ। ৪৫ কোটি টাকা ব্যয়ে যেসব প্রকল্প উদ্বোধন করা হয়েছে সেগুলো হলো ৮ কোটি টাকা ব্যয়ে আরএইচডি রংমহল সড়ক, ২ কোটি ৯১ লক্ষ টাকা ব্যয়ে বৈরাগীর খিলবালুরচর সড়ক, ৭ কোটি টাকা ব্যয়ে বৈরাগীর খিল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ৫ কোটি টাকা ৪৫ লাখ টাকা ব্যয়ে জিসি বগাছড়ি খালের ওপর সেতু নির্মাণ, ৭ কোটি টাকা ব্যয়ে নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ৩ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে বগাছড়ি খালের ওপর সেতু নির্মাণ, ১ কোটি ১ লক্ষ টাকা ব্যয়ে আরএইচডি মাইজপাড়া সড়ক, ৪৪ লক্ষ টাকা ব্যয়ে চাবাগান মাইকেল বাড়ির পাশে কালভার্ট সেতু নির্মাণ, ৭৫ লক্ষ টাকা ব্যয়ে চাবাগান সড়ক, ৭১ লক্ষ টাকা ব্যয়ে বালুরচর সড়ক, ২ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে আরএইচডি কৈয়ারডেপা সড়ক, ৭১ লক্ষ টাকা ব্যয়ে উলুবুনিয়া সড়ক, ৫১ লক্ষ টাকা ব্যয়ে চাবাগান মৌলভীর সড়কের ওপর কালভার্ট নির্মাণ, ৫৫ লক্ষ টাকা ব্যয়ে পাবলিক টয়লেট নির্মাণ, ২ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে বগাচতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ, ২০ লক্ষ টাকা ব্যয়ে কাটাখালীউলুবুনিয়া সংযোগ সড়ক ইউনি ব্লক দ্বারা উন্নয়ন ও ২ কোটি ১৪ লক্ষ টাকা ব্যয়ে এডিপি, ইউডিএফ ইউনিয়ন পরিষদ উন্নয়ন ফান্ড টিআর কাবিখা থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন,‘আমার নির্বাচনী ইশতেহারে ঘোষণা দেওয়া হয়েছিল, নির্বাচিত হওয়ার পর উপরোক্ত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।

এসব প্রকল্প বাস্তবায়ন হয়ে গেলে ডুলাহাজারা ইউনিয়ন যোগাযোগসহ সর্বক্ষেত্রে আধুনিক ও স্মার্ট ইউনিয়নে রূপান্তর হবে। যা ইউনিয়নের মানুষ উপকৃত হবে।’ প্রধান অতিথি বলেন, ‘আগামীতেও নৌকা প্রতীকে ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে দেশের প্রত্যেকটি গ্রাম উন্নয়নে এগিয়ে যাবে।’

পূর্ববর্তী নিবন্ধ৬ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৬ তলা কলেজ ভবন উদ্বোধন
পরবর্তী নিবন্ধআনোয়ারায় প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার