৪৫তম বিসিএসে বাংলার লিখিত পরীক্ষা ৩০০ নম্বরে

| বুধবার , ১৫ নভেম্বর, ২০২৩ at ১০:৪৪ পূর্বাহ্ণ

এবার ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ২০০ নম্বরের পরিবর্তে ৩০০ নম্বরে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানিয়েছে। এর আগে বাংলার লিখিত পরীক্ষা ২০০ নম্বরে অনুষ্ঠিত হত। খবর বিডিনিউজের। বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি বা পেশাগত এবং সাধারণ ক্যাডারের প্রার্থীদের দুই দিনে ০০১ ও ০০২ কোডের (১০০+২০০) ৩০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। ৪৫তম বিসিএসের বাংলা প্রথমপত্রের (কোড নম্বর০০১) লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর সকাল ১০টা১টায় অনুষ্ঠিত হবে। আর বাংলা দ্বিতীয়পত্রের (কোড নম্বর০০২) পরীক্ষা হবে ২৮ নভেম্বর সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত। এই বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। ননক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদ প্রসঙ্গে
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা