৩৭ নং উত্তর মধ্যম হালিশহরের উন্নয়নে ৪৪ কোটি ৩৭ লাখ টাকার মোট ১৬ টি প্রকল্প চলমান রয়েছে বলে জানিয়েছেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
গতকাল শনিবার ওয়ার্ডের হাফেজ ছৈয়দ মুহাম্মদ মুনির উদ্দিন নুরুল্লাহ (রহ🙂 মাজারের রোড উদ্বোধন অনুষ্ঠানে মেয়র বলেন, শহরের অন্যান্য ওয়ার্ডের তুলনায় উত্তর মধ্যম হালিশহর কিছুটা পিছিয়ে ছিল। এজন্য এ ওয়ার্ডের উন্নয়নে ৪৪ কোটি ৩৭ লাখ টাকার মোট ১৬ টি প্রকল্প বাস্তবায়ন চলছে। সব রাস্তার সাথে স্থায়ী আরসিসি ড্রেইন নির্মাণ করা হচ্ছে। এই ড্রেইন নেটওয়ার্কের কাজ শেষ হলে এ ওয়ার্ডে আর জলাবদ্ধতা আর থাকবেনা এবং এ ওয়ার্ডেও শিল্প–কারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয়দের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফরোজা কালাম, কাউন্সিলর আবদুল মান্নান, মোর্শেদ আলী, চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা,তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোহাইমিনুল ইসলাম মাহি, ছৈয়দ এনামুল হক মুনীরী, মুসা আল নূরী, মোহম্মদ ইকবাল হোসেন, মো. হোসেন, মো. আলমগীর, মো. নুরুনব্বী, মো. নাছির উদ্দিন, মোতাহের হোসেন, মো. হারুন, মো. আলী, মো. সোহেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












