৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল

৪৫ ও ৪৬তমেও নতুন সিদ্ধান্ত

| মঙ্গলবার , ১৯ নভেম্বর, ২০২৪ at ৮:০৭ পূর্বাহ্ণ

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল করা হয়েছে; পরের দুই বিসিএস নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নবগঠিত সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ তিন বিসিএসের বিষয়ে সম্প্রতি এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পিএসসি, যা গতকাল সোমবার বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হয়।

এরমধ্যে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা পুনরায় তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন করার সিদ্ধান্ত হয়েছে। অপরদিকে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীর সঙ্গে আরও সমান সংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে নতুন করে ফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। খবর বিডিনিউজের।

গতকাল রাতে এ তিন বিসিএস নিয়ে পিএসসির এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

২০২৪ সালের ৮ মে শুরু হওয়া ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা সবশেষ ২৫ অগাস্ট স্থগিত করা হয়। দুই দফায় স্থগিত হওয়ার আগে ৩ হাজার ৯৩০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। এতে মোট ১১ হাজার ৭৩২ জনের অংশ নেওয়ার কথা ছিল। এ পরীক্ষা বাতিলের কারণে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এসব প্রার্থীকে আবার মৌখিক পরীক্ষা দিতে হবে। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার তারিখ ‘শিগগিরই’ জানানো হবে। এ বিসিএসের এক বছর পর ২০২২ সালের ৩০ নভেম্বরে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা পুনরায় তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে নবগঠিত পিএসসি। ২০২৪ সালের জানুয়ারিতে শেষ হওয়া এ পরীক্ষার ফল এখনও প্রকাশিত হয়নি।

অপরদিকে ২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রিলিমিনারি পরীক্ষা ২০২৪ সালের ২৬ এপ্রিলে অনুষ্ঠিত হয়। গত ৯ মে এতে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন। এখন তাদের সঙ্গে প্রিলিমিনারিতে পাস করা আরও সমান সংখ্যককে নির্বাচিত করে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত করা হবে। আগে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী যারা লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন তাদের ফল বহাল থাকবে। নতুনদের নিয়ে এ ফলাফল পুনরায় প্রকাশ করবে পিএসসি।

ছাত্রজনতার আন্দোলনে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এসব বিসিএসের কার্যক্রম এতদিন বন্ধ ছিল। চলতি মাসে নতুন পিএসসি গঠনের মাধ্যমে এসব বিসিএসের স্থগিত থাকা কার্যক্রম আবার শুরু হল। এর আগে অন্তর্বর্তী সরকার ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসের নিয়োগের অপেক্ষায় থাকা ২০৬৪ জনকে ক্যাডার কর্মকর্তা হিসেবে নিয়োগের গেজেট প্রকাশ করে।

পূর্ববর্তী নিবন্ধঅন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের নিচে হওয়া উচিত
পরবর্তী নিবন্ধএস আলমের শেয়ার বিক্রি করে ১০ হাজার কোটি টাকা আদায় করবে ইসলামী ব্যাংক