৪৪তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৪ জুলাই, ২০২৫ at ৫:৩২ পূর্বাহ্ণ

জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার আরো একটি আসর বসছে চট্টগ্রামে। ২০২৩ সালে দ্বিতীয়বারের মত চট্টগ্রামে বসেছিল জাতীয় সাইক্লিংয়ের আসর। এক বছর পর আবার চট্টগ্রামে বসছে এই আসর। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই প্রতিযোগিতা চলবে আগামী ৬ জুলাই পর্যন্ত। আজ দুপুর আড়াইটায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফরিদা খানম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলমগীর হোসাইন। এবারের প্রতিযোগিতায় ২৪টি দল অংশগ্রহণ করছে। যার মধ্যে ১৯টি জেলা দল এবং ৫টি সার্ভিস দল। ২৪টি দলে মোট ২৫০জন সাইক্লিস্ট অংশগ্রহণ করছে। তম্মধ্যে ১৭৫জন পুরুষ সাইক্লিস্ট এবং ৭৫জন মহিলা সাইক্লিস্ট। প্রতিযোগিতায় অংশ নেওয়া জেলা দল গুলো হলো নীলফামারী, খুলনা, পঞ্চগড়, দিনাজপুর, নাটোর, নড়াইল, চাঁদপুর, বান্দরবান, ঠাকুরগাঁও, রংপুর, গোপালগঞ্জ, জয়পুরহাট, জামালপুর, খাগড়াছড়ি, লালমনিরহাট, পাবনা, সাতক্ষীরা, সিলেট ও স্বাগতিক চট্টগ্রাম । আর সার্ভিস দলগুলো হলো বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ জেল, বাংলাদেশ রেলওয়ে। প্রতিযোগিতার মোট ২০টি ইভেন্টের মধ্যে ৯টি ইভেন্টে পুরুষ সাইক্লিস্ট, ৯টি ইভেন্টে মহিলা সাইক্লিস্ট অংশ গ্রহণ করবে। এছাড়া অনূর্ধ্ব১৬ বালক এ ২জন সাইক্লিস্ট অংশগ্রহণ করছে। উল্লেখ্য যে মাঠের ইভেন্ট সমূহ চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এবং সড়ক এর ইভেন্ট সমূহ পতেঙ্গার (টানেল রোড) চট্টগ্রাম কোস্টাল রোডে অনুষ্ঠিত হবে।

এবারের জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার সম্ভাব্য বাজেট ধরা হয়েছে পঁচিশ লক্ষ টাকা। বাজেটের সমুদয় অর্থ জাতীয় ক্রীড়া পরিষদ প্রদান করবে। প্রতিযোগিতা উপলক্ষ্যে গতকাল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে একং সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল টুলু। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক সিহাব উদ্দিন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নির্বাহী সদস্য আবদুর রাজ্জাক, আকতার হোসেন ও আনোয়ার হোসেন এবং সিজেকেএস কাউন্সিলর আলী হাসান রাজু প্রমুখ। এদিকে এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে চট্টগ্রামে গত কয়দিন ধরে জোর প্রস্তুতি চলছে। এরই মদ্যে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের মাঠকে প্রতিযোগিতার জন্য উপযুক্ত করে তোলা হয়েছে। খুব বেশি বৃষ্টি নাহলে নির্বিঘ্নে এই মাঠে প্রতিযোগিতা সম্পন্ন করা যাবে বলে আশা করছেন আয়োজকরা। অংশ গ্রহণকারী দল সমুহের প্রতিযোগী, কোচ, বিচারক এবং ফেডারেশন কর্তারা এরই মধ্যে চট্টগ্রামে এসে পৌছেছে। এখণ কেবল উৎসবের অপেক্ষা।

পূর্ববর্তী নিবন্ধশেষ ম্যাচটি জিতে তবেই উৎসব করবে নারী ফুটবলাররা
পরবর্তী নিবন্ধপাভেলের বস অপি করিম!