৪৩ মামলায় ১২ হাজার টাকা জরিমানা

বিধিনিষেধ অমান্য

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ মে, ২০২১ at ৬:১৫ পূর্বাহ্ণ

শর্তভঙ্গ করে কেনাকাটা ও বেচাবিক্রিসহ নানা অপরাধে নগরীর ৪৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১২ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালিত অভিযানে মোট ৪৩টি মামলায় এসব জরিমানা করা হয়। জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। ম্যাজিস্ট্রেট বলেন, চট্টগ্রামসহ সারাদেশে চলমান লকডাউনের মধ্যে ৭টি শর্তে দোকানপাট ও শপিংমল খোলা রাখার অনুমতি দেয়া হয়। কিন্তু অনেক ব্যবসায়ী এসব শর্ত মানছেন না। পাশাপাশি ক্রেতারাও স্বাস্থ্যবিধি অমান্য করে কেনাকাটা করছেন। এসব বিষয় নজরে পড়লে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মোট ৪৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। সরকার কর্তৃক পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই অভিযান চলমান থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

পূর্ববর্তী নিবন্ধকরোনা সচেতনতা বাড়াতে চেম্বারের মাস্ক বিতরণ
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় যুবকের আত্মহত্যা