৪৩ বছর পর ফিরছেন মহানায়ক, কীভাবে?

| মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৮:২৮ পূর্বাহ্ণ

প্রয়াণের ৪৩ বছর পর ফের বড়পর্দায় দেখা যাবে মহানায়ক উত্তম কুমারকে। কিংবদন্তী এই অভিনেতাকে ঘিরে নতুন সিনেমা বানাচ্ছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। ১৯৮০ সালের ২৪ জুলাই মহালোকে পাড়ি দিয়েছিলেন উত্তম। তার চলে যাওয়াটা অনেকেই মেনে নিতে পারেননি আজও। পর্দায় এখনো তাকে দেখে জুড়ায়নি দর্শকের চোখ। আর অভিনেতার মৃত্যু দিবসে নিজের নতুন সিনেমা ‘অতি উত্তম’ এর প্রিভিউ সৃজিত প্রকাশ করেছেন বলে হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে। এখানে উত্তম কুমারের চরিত্রে দেখা দেবেন উত্তম নিজেই। কিন্তু কীভাবে? আনন্দবাজার বলেছে, উত্তমের করা চরিত্র বা সিনেমার ফুটেজ কেটে কেটে ‘অতি উত্তম’ এ তার চরিত্রকে জীবন্ত করে তোলা হয়েছে। খবর বিডিনিউজের। এছাড়াও সিনেমা প্রসঙ্গে আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে সৃজিত বলেছেন, বাংলা, ভারত তো বটেই গোটা বিশ্বেও বোধহয় এমন ছবি এর আগে তৈরি হয়নি বলেই মনে করি। ৫৪ বার চিত্রনাট্য লিখতে হয়েছে এই ছবির। ঘুরে ঘুরে সমস্ত ক্লিপিংয়ের স্বত্ব জোগাড় করতে হয়েছে। সিনেমার গল্প আবর্তিত হবে কৃষ্ণেন্দু এবং সোহিনীর প্রেমকে ঘিরে, যার অনেকটাই জুড়ে থাকবেন উত্তম কুমার। পেশায় গবেষক কৃষ্ণেন্দুর গবেষণার বিষয়ই হলেন উত্তম। তিনি তার প্রেম জীবনে সমস্যার মুখোমুখি হলে একসময় প্ল্যানচেট করে মহানায়কের শরণাপন্ন হন। এভাবেই সিনেমসার গল্প এগোতে থাকে। কৃষ্ণেন্দু ও সোহিনী চরিত্রে অভিনয় করবেন অনিন্দ্য সেনগুপ্ত ও রোশনি ভট্টাচার্য। উত্তম কুমারের নাতির চরিত্রে থাকছেন গৌরব চট্টোপাধ্যায়ই। এছাড়াও অন্যান্য চরিত্রে লাবণী সরকার এবং শুভাশিস মুখোপাধ্যায়কে দেখা যাবে। চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে ‘অতি উত্তম’।

পূর্ববর্তী নিবন্ধআমি চাই না আমার সন্তানেরা গান করুক
পরবর্তী নিবন্ধমেহজাবীন-ফারিণের পোশাক ও সাজে শুভ্রতার ছোঁয়া