চিত্রনায়িকা শাবনূর দীর্ঘ ক্যারিয়ারে বাংলা চলচ্চিত্রকে যেভাবে সমৃদ্ধ করেছেন, তা আজীবনই মনে রাখবে এ দেশের সিনেপ্রেমীরা। বিভিন্ন চরিত্রে অভিনয় দক্ষতা দেখিয়ে শাবনূর যেভাবে দর্শকদের মন জয় করে নিয়েছেন, তাতে তাকে আদর্শ হিসেবে মানেন এই প্রজন্মের অনেক নায়িকা। গতকাল শুক্রবার ছিলো নব্বইয়ের দশক থেকে এ পর্যন্ত আসা অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই তারকার জন্মদিন। জীবনের ৪২টি বসন্ত পেরিয়ে ৪৩ বছরে পা দিলেন শাবনূর। খ্যাতিমান এই নায়িকার জন্ম হয়েছিল ১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোরের শার্শা উপজেলায়। তার বাবার নাম শাহজাহান চৌধুরী। তিন ভাই-বোনের মধ্যে শাবনূর সবচেয়ে বড়। তার ছোট বোনের নাম ঝুমুর, ভাই তমাল। জন্মদিনে সাধারণত তেমন কোনো আয়োজন রাখেন না শাবনূর। তার ক্যারিয়ারে যখন ভরা জোয়ার, তখনও তাকে সেভাবে ঘটা করে জন্মদিন পালন করতে দেখা যায়নি। বিশেষ এ দিনটিকে সবসময় পরিবারের সঙ্গে উদযাপন করতেই পছন্দ করেন নায়িকা। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। অস্ট্রেলিয়াতে একমাত্র ছেলে ও ছোট ভাই-বোনদের সঙ্গেই জন্মদিন পালন করবেন তিনি। ১৯৯৩ সালে ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে পরিচালক এহতেশামের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন শাবনূর। প্রথম ছবি ব্যর্থ হলেও প্রয়াত সুপারস্টার নায়ক সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে পরবর্তীতে উপহার দেন বেশ কয়েকটি সুপারহিট ও ব্যবসাসফল ছবি।
সালমান-শাবনূর জুটিকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা জুটি হিসেবে এখনও বিবেচনা করা হয়। সালমান শাহের মৃত্যুর পর নায়ক রিয়াজ, শাকিল খান, ফেরদৌস ও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বহু ছবিতে অভিনয় করেছেন শাবনূর।