৪৩৭ বছর পর পৃথিবীর কাছে ধূমকেতু ‘নিশিমুরা’

দেখা যাবে আজ

| মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:০৭ পূর্বাহ্ণ

চার শতকেরও বেশি সময় পরে পৃথিবীর খুব কাছাকাছি এসেছে বৃহৎ ও অতি উজ্বল এক ধূমকেতু। ‘নিশিমুরা’ নামের এ ধূমকেতু ৪৩৭ বছরে একবার পৃথিবীর কাছাকাছি আসে। আর আজ মঙ্গলবার এটিকে খালি চোখেই পৃথিবীর আকাশে দেখা যাবে বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা সিএনএন।

জানা যায়, চলতি বছরের ১১ আগস্ট প্রথমবারের মতো এ ধূমকেতুর সন্ধান পান জ্যোতির্বিজ্ঞানীরা। নিশিমুরা ৪৩৭ বছরে একবার পৃথিবীর কাছাকাছি আসে। পৃথিবীর কাছে আসলে এটিকে খালি চোখে দেখা যায়। কোনো টেলিস্কোপের দরকার পড়ে না। জাপানের অপেশাদার জ্যোতির্বিজ্ঞানী হিডিও নিশিমুরা গত ১২ আগস্ট একটি স্ট্যান্ডার্ড ডিজিটাল ক্যামেরা ও একটি ২০০ মিমি টেলিফটো লেন্স ব্যবহার করে ধূমকেতুটি আবিষ্কার করেন। এরপর তার নামে ধূমকেতুটির নামকরণ করা হয়। বর্তমানে দূরবীনের সাহায্যে ধূমকেতুটি দেখা যাচ্ছে। যদিও পৃথিবী থেকে এটি এখনও অনেক দূরে আছে। জ্যোতির্বিজ্ঞানীরা জানান, এ ধূমকেতুর বৈজ্ঞানিক নাম সি/২০২৩পি১, যা আগামী ১৭ সেপ্টেম্বর সূর্যের সবচেয়ে কাছে আসবে। এর আগে ১৩ সেপ্টেম্বর এটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে। তবে ১২ সেপ্টেম্বর থেকেই এ ধূমকেতুকে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত আকাশে দেখা যাবে। রাত যত গভীর ও অন্ধকার হবে, নিশিমুরা ধূমকেতু দেখার সম্ভাবনা তত বাড়বে। ধূমকেতুটির কক্ষপথের সময়কাল ৪৩৭ বছর। আজকের পর এ ধূমকেতুটি আবার ৪৩৭ বছর পর পৃথিবীর কাছাকাছি আসবে।

পূর্ববর্তী নিবন্ধঅপহৃত কলেজছাত্রের কঙ্কালের খণ্ডিত অংশ উদ্ধার
পরবর্তী নিবন্ধঅপারেশন রুমের সামনে থেকে ২ দালাল আটক