৪৩তম বিসিএস-এর আবেদনের সময়সীমা বাড়াতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) বরাবর আবেদন জানাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
এর আগেই বিভিন্ন বিভাগে সম্মান শ্রেণির অসমাপ্ত পরীক্ষাসমূহ গ্রহণের চেষ্টা করবে তারা।
আজ বুধবার (৯ ডিসেম্বর) রাতে এ বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঢাকায় আছেন। ম্যাডাম ক্যাম্পাসে ফিরলেই পিএসসি বরাবর ৪৩তম বিসিএস-এর আবেদনের সময় বাড়ানোর আবেদন করবে আমরা। অফিসিয়ালি এ আবেদন করতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।”
এদিকে ইতোমধ্যে রাজনীতি বিজ্ঞান বিভাগের সম্মান শেষ বর্ষের অসমাপ্ত পরীক্ষা গ্রহণের তারিখ ঘোষণা করেছে বিভাগটি। আজ বিভাগের সভাপতি প্রফেসর ড. আনোয়ারা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।
এছাড়া অন্যান্য বিভাগের অসমাপ্ত পরীক্ষাসমূহ নেওয়ার বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, “আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগগুলোতে নোটিশ পাঠিয়েছি। এ মাসের মধ্যেই কিছু বিভাগের পরীক্ষা হতে পারে। তবে এর সম্পূর্ণ সিদ্ধান্ত এখন বিভাগসমূহের। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা যেন ৪৩তম বিসিএসে আবেদন করতে পারে।”
এর আগে গত ৩০ নভেম্বর পিএসসি ৪৩তম বিসিএস-এর বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ৪৩তম বিসিএসে আবেদনের সময় নির্ধারণ করা হয়।












