৪২ নম্বর ওয়ার্ডে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ শুরু

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৮ মে, ২০২২ at ৮:১৯ পূর্বাহ্ণ

বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক টিমের উদ্যোগে ৪২ নং ওয়ার্ডে প্রাথমিক সদস্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার এতে সভাপতিত্ব করেন সাংগঠনিক টিমের প্রধান চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম সাইফুল আলম। উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ নুরুল্লাহ বাহার, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবুদ্দিন, পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম হুমায়ুন, ৪২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোহাম্মদ সায়েস্থা উল্লাহ ও সাধারণ সম্পাদক মো. হাসান।

পূর্ববর্তী নিবন্ধআজ ভাসানী অনুসারী পরিষদের স্মরণসভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় সমাবেশে চরমোনাই পীর রাজনীতি হোক গণমানুষের কল্যাণে