নগরীর ৪২নং নাসিরাবাদ ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার তৈয়ব হোসেন রুবেলের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য যথাক্রমে আবু সাইদ জন, এস এম সাইদ সুমন, শহীদুল ইসলাম শামীম, খোকন চন্দ্র তাঁতি, আরিফুল ইসলাম, আবুল বশর, শফিকুল হাসান রিপন, এড. সৈয়দ রবি, সাইফুল করিম, ইমরান আহমেদ শাওন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।