৪১ বলের পর ৩৯ বলে ডি ভিলিয়ার্সের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৮ জুলাই, ২০২৫ at ৫:০৬ পূর্বাহ্ণ

চার বছর আগে ৩৭এ এবি ডি ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিক অবসরের ঘোষণা দেন। অনেকের মত ছিল, আগেভাগে ক্রিকেট ছেড়েছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দুই বছর চোখের সমস্যা নিয়ে খেলার বাস্তবতা থেকেই অবসর নিতে বাধ্য হয়েছিলেন ডি ভিলিয়ার্স। কিন্তু ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকান তারকার ধার আগের মতোই আছে। চলতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে নিজেকে আবারও চেনাচ্ছেন ৪১ বছর বয়সী ব্যাটার। ভারত চ্যাম্পিয়ন্সের বিপক্ষে অপরাজিত ৬১ রান করেছিলেন ডি ভিলিয়ার্স। তারপর ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৪১ বলে করেন সেঞ্চুরি। রবিবার ব্রেট লি, পিটার সিডল, জশ হ্যাস্টিংসের আক্রমণভাগকেও নিষ্ক্রিয় করে ছাড়লেন। এদিন অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৩৯ বলে করলেন সেঞ্চুরি। প্রথম দুই ওভারে মাত্র দুই বলের মুখোমুখি হন ডি ভিলিয়ার্স। তৃতীয় ওভারে ব্রেট লিকে একটি চার ও ছয় মারেন। তারপর আর পেছনে ফেরেননি। রিভার্স সুইপে সেঞ্চুরি করা ডি ভিলিয়ার্স থেমেছেন ১২৩ রানে। ৪৬ বলের ইনিংসে ছিল ১৫ চার ও ৮ ছয়। প্রথম খেলোয়াড় হিসেবে অবসরে যাওয়া খেলোয়াড়দের নিয়ে গড়া টুর্নামেন্টে দুটি সেঞ্চুরি করলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধজাভিকে নিয়ে শিক্ষার্থীর তামাশা
পরবর্তী নিবন্ধমরক্কোকে হারিয়ে আফ্রিকার নারী ফুটবলে চ্যাম্পিয়ন নাইজেরিয়া