৪১ নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা

| বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ at ৫:৫৮ পূর্বাহ্ণ

২৯ এপ্রিল প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা গতকাল বুধবার ৪১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পতেঙ্গা দক্ষিণ পাড়া শাখা অফিসে মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সদস্য মো. আতিকুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. জিয়াউর রহমান মিয়া। সভায় নেতৃবৃন্দ নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বক্তারা বলেন, ঘূর্ণিঝড় প্রতিরোধে সক্ষমতা বেড়েছে ঠিকই, তবে যতটুকু বাড়ার কথা তা হয়নি। মানুষের অসচেতনতার কারণে দিন দিন সাগর পাড়ের বনাঞ্চল উজাড় হচ্ছে। যার প্রভাব পড়ছে পরিবেশে। তার ওপর জলবায়ূ পরিবর্তনের প্রভাব তো আছেই।

উপকূলীয় এলাকার বাসিন্দাদের সুরক্ষায় আরও বেশি করে ভাবনাচিন্তা করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজিমনগর উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধদীঘিনালায় ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন