নগরের ৪১ ওয়ার্ডে ৪১টি সবুজ খেলার মাঠ গড়ে তোলার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ‘অ্যাডভাইস’ করেছেন বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাতাত হোসেন। এ সময় তিনি বলেন, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নগরীর ৪১টি সবুজ খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১২টি খেলার মাঠের কাজ সম্পন্ন হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি মাঠগুলোও বাস্তবায়ন করা হবে।
গতকাল দুপুরে নগরের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। মেয়র বক্তব্য রাখার সময় মঞ্চে উপস্থিত ছিলেন সভার প্রধান অতিথি তারেক রহমান। এ সময় মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম শুধু একটি বন্দর নগরী নয়, এটি বীর প্রসবিনী ঐতিহাসিক জনপদ, যেখান থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল। এই চট্টগ্রাম থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সূচনার ঘোষণা দেন। একই চট্টগ্রামের জনসমুদ্র থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রীর উপাধিতে ভূষিত করা হয়েছিল।
কেন্দ্রীয় বিএনপির সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, গত ১৬ বছর ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষার সংগ্রাম চালিয়ে গেছেন। একই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিয়ে সারা দেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ করেছেন। ইনশাআল্লাহ আজ আমরা তারেক রহমানের নেতৃত্বে চট্টগ্রামবাসী দেশের গণতন্ত্র ফেরাতে ঐক্যবদ্ধ আছি।
চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়তে তারেক রহমানের সহযোগিতা কামনা করে শাহাদাত বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়তে পদক্ষেপ নেয়া হবে। চট্টগ্রাম হয়ে উঠবে বিশ্ববাণিজ্যের হাব–এটাই আমাদের প্রত্যাশা। এ লক্ষ্য বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।
তিনি বলেন, আওয়ামী লীগের সময় মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়েছে। আমি মেয়র হওয়ার পর গত এক বছরে চট্টগ্রাম নগরীর চার লক্ষ পরিবারকে স্মার্ট ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। যেসব পরিবার দীর্ঘ ১৬ বছরে দলীয়করণ ও রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য এই উদ্যোগ একটি ন্যায়ভিত্তিক সামাজিক সুরক্ষা ব্যবস্থার অংশ।












