আগামী ২৬ ফেব্রুয়ারি সরকার ঘোষিত ১ কোটি নাগরিককে করোনার গণটিকা কর্মসূচির নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে ১লাখ ৮৪হাজার ২শ জনকে করোনার টিকা প্রদান করা হবে। এই গণটিকা কর্মসূচির আওতায় প্রতি ওয়ার্ডে সাড়ে ৪ হাজার নাগরিককে করোনার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি ওয়ার্ডে ৫টি টিকা কেন্দ্র থেকে এই কর্মসূচি চালানো হবে। তবে আয়তনে বড় ও জনসংখ্যা বেশি যে সব ওয়ার্ডে প্রয়োজনে সেখানে টিকা কেন্দ্র বাড়ানো হবে। এবার ২৬ ফেব্রুয়ারি টিকা নিতে কোন রেজিস্ট্রেশন, জন্ম নিবন্ধন বা ন্যাশনাল আইডি লাগবে না। গণটিকা কার্যক্রম নিয়ে গতকাল মঙ্গলবার সকালে আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনের কে.বি আবদুচ সাত্তার মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এসব তথ্য জানান। স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে ও চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী ও ডা. মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী। এতে আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, কাউন্সিলর মো. ইসমাইল, আবদুস সালাম মাসুম, চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












