চাল, চিনি, ছোলা, চিড়া, সেমাই, তেল, চাপাতা ইত্যাদি মিলে জনপ্রতি ১৫ কেজি ইফতার ও সেহেরি সামগ্রী নগরীর ৪১নং ওয়ার্ড, মাইজভাণ্ডার দরবার ও মোহছেন আউলিয়া দরবার এলাকার আশেকান ভক্ত, বস্তিবাসী, ভিক্ষুক, প্রতিবন্ধী, অস্বচ্ছল আত্মীয়–স্বজন, অফিস, গার্মেন্টস কর্মীসহ কলকারখানার ৪র্থ শ্রেণির কর্মচারী মিলে প্রায় ৪০ হাজার রোজাদার পরিবারের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করেছেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পবিত্র রমজানের প্রথম দিন থেকে ১০ রমজানের মধ্যে এ সকল সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশন ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম ও তাঁর পুত্র ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম ও সাইফুল আলম এসব সামগ্রী রোজাদারদের হাতে তুলে দেন। গতকাল মঙ্গলবার বস্তিবাসীদের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির সমাপ্ত টানা হয়। সমাপ্তি দিবসে মোস্তফা–হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক নিজামুল আলম, সরোয়ার আলম, ফারুক আজম, সাইফুল আলম, সাহিদুল আলমসহ বাদশা আলম, নেছার আহমদ ও অন্যরা উপস্থিত ছিলেন। ইফতার বিতরণের শুরুতে মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়ব শাহ (রা.) জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল মান্নান। রোজাদারদের মাঝে ইফতারি বিতরণের সমাপ্তি টেনে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, আল্লাহর সন্তুষ্টি ও গরীবের হক আদায় করাই আমাদের লক্ষ্য। প্রেস বিজ্ঞপ্তি।












