৪০ লাখ ৭০ হাজার টাকার ইয়াবা উদ্ধার

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ৬:৪৯ পূর্বাহ্ণ

সাড়ে ১৩ হাজার হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ রিপন (৪৬) একজনকে আটক করেছে র‌্যাব। গতকাল ভোরে নগরের পতেঙ্গা থানার হাদিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। রিপন বরিশালের উজিরপুর থানার মৃত মোহাম্মদ ইয়াছিনের ছেলে। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আটক করা হয় রিপনকে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি শপিং ব্যাগের ভেতর থেকে ১৩ হাজার ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়; যার বাজারমূল্য ৪০ লাখ ৭০ হাজার টাকা।

পূর্ববর্তী নিবন্ধমেরামত জটিলতায় বন্ধ তিন বিদ্যুৎকেন্দ্র, গ্যাসের যোগান সারে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে মৃত্যুশূন্য দিনে আক্রান্ত ১০ জন