৪০ বছর পর মায়ের ব্যর্থতা ঘোচালেন কানাডার ম্যাকিনটশ

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৩ আগস্ট, ২০২৪ at ১১:০৪ পূর্বাহ্ণ

১৯৮৪ সালের অলিম্পিকে নারীদের সাঁতার ইভেন্টে ২শ মিটার বাটারফ্লাইয়ে অংশ নিয়েছিলেন কানাডার ১৭ বছর বয়সী জিল হার্সটেড। নবম হয়ে সেবার আসর শেষ করতে হয়েছিলো তাকে। ৪০ বছর পর অলিম্পিকে নারীদের সাঁতার ইভেন্টে ২শ মিটার বাটারফ্লাইয়ে অংশ নেন হার্সটেডের মেয়ে সামার ম্যাকিনটোশ। মা’র মত ব্যর্থতার স্বাদ নিতে হয়নি ম্যাকিনটশকে। উল্টো মায়ের অদরা স্বপ্ন পূরণ করলেন ম্যাকিনটশ। প্যারিস অলিম্পিকে নারীদের সাঁতারে ইভেন্টে ২শ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতে রেকর্ড বইয়ে নাম তুলেন ১৭ বছর বয়সী ম্যাকিনটশ। ১৭ বছর বয়সে মা না পারলেও, মেয়ে সাফল্যের স্বাদ নিয়েছেন। গত বৃহষ্পতিবার ২শ মিটার বাটারফ্লাই ইভেন্টে ২ মিনিট ৩.০৩ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতে নেন ১৭ বছর বয়সী ম্যাকিনটশ।

পূর্ববর্তী নিবন্ধকানাডায় পরিবার নিয়ে চিড়িয়াখানা দর্শনে সাকিব
পরবর্তী নিবন্ধআন্দোলনকারীদের সমর্থনে জামাল ভূঁইয়ার ভিডিও বার্তা