উত্তর পতেঙ্গা ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা শনিবার (১২ ডিসেম্বর) কাটগড় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও দলীয় কাউন্সিলর প্রার্থী আব্দুল বারেক কোম্পানি। সঞ্চালনা করেন নির্বাহী সদস্য মোহাম্মদ ইদ্রিস। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, বুদ্ধিজীবী হত্যা দিবস, চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন ও মহান দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এসময় আবদুল বারেক বলেন, বিজয়ের মাসের সকল কর্মসূচি সরকারি স্বাস্থ্যবিধি মেনে যথাযথ মর্যাদায় পালন করা হবে। তিনি আসন্ন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান। এতে আরো উপস্থিত ছিলেন হাজী শাহাদাত হাসান, জাবের আহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা জাহিদ হাসান, হাজী সুলতান আহাম্মদ, রাশেদ আহাম্মদ, সুলতান গিয়াস উদ্দীন, নুরুল আকতার, আবু সৈয়দ আবু, মোজাহের আলম, মাওলানা মুনসুর আলী, সুকুমার শীল, জাগাঙ্গীর আলম, মাহমুদুল হক, বাবুল হক, নুরুল ইসলাম সোনা মিয়া, আলী হায়দার, আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন শান্ত, শওকত হোসাইন, নজরুল ইসলাম, সাইফুদ্দীন, মেহেরাজ তৌসিফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।