‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’– প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে নগরীর ৪০নং ওয়ার্ডের হাউজিং কলোনীতে কমিউনিটি পুষ্টি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সরকারের রুপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়ন এবং টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে শ্রমিকের নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণে বিশেষ গুরুত্ব বিবেচনা করে রেডি–রিসার্চ ইভ্যালুয়েশন এন্ড ডেভেলপমেন্ট ইনিশিয়াটিভ সংস্থার (স্বপ্ন) ‘স্ট্রেনদেনিং ওয়ার্কার্স একসেস টু পারটিনেন্ট নিউট্রিশন অপরচুনিটিস’ প্রকল্পের আওতাধীন এই কমিউনিটি পুষ্টি সেন্টারের উদ্বোধন করা হয়। আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন)। কমিউনিটি পুষ্টি সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডি–এর নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, দাতা সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন গেইন বাংলাদেশে প্রজেক্ট ম্যানেজার জি এম রেজা সুমন, সমাজ সেবক আব্দুল মান্নান মিয়া, চট্টগ্রাম ইউনানী মেডিকেল কলেজের প্রভাষক হাকীম সেলিম রেজা, ব্যবসায়ী নাজমুল হুদা। প্রেস বিজ্ঞপ্তি।
উদ্বোধনকালে বক্তারা বলেন, সকল শ্রেণী পেশার মানুষ বিনামূল্যে প্রাথমিক পুষ্টি বিষয়ক সেবা পেতে পারে সেই লক্ষ্যে এই প্রচেষ্টা। অত্র এলাকার সাধারণ মানুয়ের পুষ্টি বিষয়ক সচেতনতা তৈরীতে এই পুষ্টি সেন্টার থেকে যে সকল সেবা পাওয়া যাবে– প্রতি শুক্রবার সকাল ১০ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। প্রেস বিজ্ঞপ্তি।












