৪০ দিন পর এসিল্যান্ড পেল কর্ণফুলী

কর্ণফুলী প্রতিনিধি | সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৯:২৬ পূর্বাহ্ণ

প্রায় ৪০ দিন শূন্য থাকার পর অবশেষে কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আল আমিন হোসেন। গতকাল রবিবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) আহমেদ হাছান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। এর আগে গত ৮ জুলাই কর্ণফুলীর এসিল্যান্ড রয়া ত্রিপুরাকে বদলি করে জেলার পটিয়ায় পদায়ন করা হয়। এরপর থেকেই কর্ণফুলীতে গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য ছিল। দীর্ঘ সময় পদ শূন্য থাকায় ভূমি অফিসের কার্যক্রম ব্যাহত হয় এবং সেবাপ্রার্থীরা ভোগান্তিতে পড়েন। এ নিয়ে দৈনিক আজাদীসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ইউএনওর অভিযানে বাল্য বিবাহ বন্ধ
পরবর্তী নিবন্ধরিকশাচালক আজিজুরের জামিন মঞ্জুর