উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের ক ইউনিটের ত্রি-বার্ষিক সম্মেলন গত রবিবার মুনভিউ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। উদ্বোধক ছিলেন ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর আবদুল বারেক কোম্পানি। ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগ ক শাখার সভাপতি ভারপ্রাপ্ত মহসিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর মোহাম্মদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী কামরুল হাসান ভুলু। প্রধান বক্তা ছিলেন ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদ। সম্মেলনে প্রধান অতিথি চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণশক্তি। তারা অভিমানী হয়, কিন্তু বেঈমান হয় না। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মো. নাছির ৯৬ ভোট পেয়ে ক ইউনিটের সভাপতি এবং ১২১ পেয়ে মো. নাজিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রেস বিজ্ঞপ্তি।